ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলায় গরুবোঝাই ট্রাক উল্টে ৫টি গরু মারা গেছে। এ সময় গরুর এক ব্যাপারী ও রাখাল আহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মদিনা স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুঘর্টনাকবলিত ট্রাকটি উদ্ধার করে জব্দ করেন।
পুলিশের ধারণা, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে ট্রাকটি উল্টে পড়ে।
বরিশালের চরমোনাই গ্রামের গরু ব্যবসায়ী সৈয়দ মোস্তফা জানান, বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারা গো-হাট থেকে ২২ লাখ টাকা দিয়ে ১৮টি ষাড় গরু কিনে ট্রাকযোগে রাতে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে গরু বোঝাই ট্রাকটি শুক্রবার সকাল ৬টার দিকে গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৫টি ষাড় গরু মারা যায়।
এ ছাড়া ২টি গরু জখম হলে স্থানীয়রা জবাই করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা বলে তিনি জানান।
ট্রাকের মধ্যে থাকা অপর গরু ব্যবসায়ী মতিন ব্যাপারী ও রাখার সরোয়ার হোসেন আহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, ট্রাকটির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে আটক করেছে। ক্ষতিগ্রস্থ গরুর ব্যবসায়ীরা ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
Comment here