ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ায় ২ এএসআই প্রত্যাহার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ায় ২ এএসআই প্রত্যাহার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ঘুষ নিয়ে কয়েকজন জুয়াড়িকে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- এএসআই মনির হোসেন ও এএসআই মো. রেজাউল।

আজ রোববার মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ কায়সারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে ক্লোজড (প্রত্যাহার) করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভাওড়া ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যান এএসআই মনির ও রেজাউল। সেখানে সোর্সের মাধ্যমে ভাওড়া চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর বসছে বলে জানাতে পারেন। সেখানে অভিযান চালিয়ে সমেজ ও রাসেলসহ কয়েক জুয়ারিকে আটক করেন তারা। অভিযোগ উঠে আটকের পর ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেন ওই দুই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন স্থানীয়রা। এরপরই পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে থানা পুলিশ তদন্তে নামে। পরে তদন্তে সত্যতা পেলে পুলিশ সুপারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে ৩ মার্চ মির্জাপুর থানা থেকে ক্লোজড করা হয়।

 

Comment here