নিজস্ব প্রতিবেদক : ঘোড়া কোনো দিন ডিম পাড়লে সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংস্য সদস্য শামীম ওসমান। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন শামীম ওসমান। আগামী রোববার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংস্য সদস্য শামীম ওসমান বলেন, ‘মির্জা ফখরুলরা বলছেন ১০ তারিখে খালেদা জিয়া, ১১ তারিখে তারেক রহমান আসবে। ঘোড়ার ডিম আসবে, ঘোড়ার ডিম। ঘোড়া যেদিন ডিম পাড়বে সেদিন তারা আসবেন।’
শামীম ওসমান বলেন, ‘কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কথা শুনলে নাকি ঘোড়াও হাসে। ঠিক আছে বলছেন। আপনি তো ঘোড়ার হাসি দেখছেন। ঘোড়া হাসে এটা সত্য। ঘোড়ার একটা হাসি আছে। আসলে পশু পশুকে চেনে।’
মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘ঘোড়া তো ডিম পাড়ে না। ঘোড়া যেদিন ডিম পাড়বে সেদিন আপনাদের স্বপ্ন পূরণ হবে। সেদিন খালেদা জিয়া, তারেক রহমান আসবে। আর আমরা নারায়ণগঞ্জবাসী প্রস্তুত আছি।’
নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘বিএনপির ভাইদের একটা কথা বলতে চাই। ২০০১ থেকে করা সব অত্যাচার ভুলে যেতে চাই। আপনাদের নফল নামাজ পড়া উচিত। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী। নয়তো আপনাদের কী অবস্থা হতো আপনারা জানেন না। নারায়ণগঞ্জের বাচ্চা ছেলেরা যে ভাষায় বক্তব্য দিচ্ছে এটা ভালো হচ্ছে না। আমাদেরও তরুণ কর্মী আছে। তাদের রক্ত গরম। কতক্ষণ আটকে রাখবে?’
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।
Comment here