সারাদেশ

চকবাজার প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার ইমামগঞ্জে একটি প্লাস্টিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দীর্ঘ ২ ঘণ্টার প্রচেষ্টার এ আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সংবাদে পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, মিটফোর্ড হাসপাতালের বিপরীত পাশে একটি ভবনের তৃতীয় তলায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। দীর্ঘ ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। সেই সঙ্গে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানাতে পারেননি তিনি।

 

Comment here

Facebook Share