সারাদেশ

চক্রান্ত সব সময় থাকে, ওসবে ভয় করি না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত সব সময় থাকে, ওসবে ভয় করি না।’ আজ বুধবার টুঙ্গিপাড়ায় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গেল ১৪ বছরে গণতন্ত্রের মধ্যদিয়ে অর্থনৈতিক উন্নতি করেছি। মানুষের কল্যাণে যা যা করা দরকার করছি।’

তিনি বলেন, ‘প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষকে দেখতে হয়। আর আমাকে দেখতে হয় ৩০০ আসনের মানুষকে।’

সরকারপ্রধান বলেন, ‘টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছে। তারা আমাকে দেখে। তাই নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে পারি।’

Comment here

Facebook Share