চট্টগ্রামে টেম্পুর ধাক্কায় পটিয়া এ জে চৌধুরী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর আহতের ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে তার সহপাঠীরা।
শনিবার সকাল ৯টার দিকে তারা অবরোধ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে তারা। গুরুতর আহত নাজমা আক্তারকে নগরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শিকলবাহা এলাকার বাসা থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিল নাজমা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় টেম্পু চাপায় সে গুরুতর আহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
Comment here