চবি ছাত্রলীগ সভাপতির বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল, অবরোধ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

চবি ছাত্রলীগ সভাপতির বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল, অবরোধ

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ ‘বিজয়’। এ সময় গতকাল বুধবারের হামলার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অবরোধও করা হয়। এতে আজ সকাল থেকে শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিজয় গ্রুপের নেতা সাইফুল করিম জুয়েলের নেতৃত্বে এই ঝাড়ু মিছিল শুরু করে ছাত্রলীগের একাংশ। বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল থেকে শুরু হয়ে মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। সে সময় সভাপতিকে উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে থাকে অবরোধকারীরা। বিবাদমান গ্রুপ দুটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী।

বিজয় গ্রুপের নেতা জুয়েল আমাদের সময়কে বলেন, ‘সভাপতির বয়স এখন ৩২ বছর ৫ মাস। তার ছাত্রত্ব বাতিল হয়েছে বহু আগে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী তার সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নেই। এই অযোগ্য সভাপতির অনুসারীরা গতকাল শিবির স্টাইলে আমাদের কর্মীদের ওপর হামলা করেছে। অনতিবিলম্বে আমরা সভাপতির পদত্যাগ ও আমাদের ভাইদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’

এ ব্যাপারে জানতেহ চাইলে সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়নকারী একটা গ্রুপ আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। চবি ছাত্রলীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’

এদিকে বিশ্ববিদ্যালয়ে সবকিছুই স্বাভাবিক রয়েছে দাবি করেছেন চবি প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান। তিনি বলেন, ‘আমরা উভয় গ্রুপকে সমঝোতায় আনার চেষ্টা করছি। গতকালের ঘটনায় ইতিমধ্যে ২০ জনকে আটক করা হয়েছে।’

Comment here