শিবাঙ্গী সিংহ কলকাতা: উর্ধমুখী তাপপ্রবাহ। বেলা বাড়তেই বাড়ছে রোদের তেজ। আর এই তেজেই জ্বলছে গোটা রাজ্য। গরমে হাঁসফাঁস করছে মানুষ। বাতাসে বাড়ছে জ্বলীয় বাষ্প। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, তিলোত্তমায় বাড়ছে তাপপ্রবাহ। বাতাসে থাকবে সর্বোচ্চ জ্বলীয় বাষ্পের পরিমান। বজায় থাকবে ঘাম, এবং প্যাচপ্যাচে অস্বস্থি। আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজকের রেকর্ড অনুযায়ী হাওয়া অফিস জানিয়েছেন, আজকে দিনের সর্বোচ্চে তাপমাত্রা থাকবে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, আগামীকাল থেকে উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টিপাত। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ বেশ কিছু জায়গায়। রবিবার থেকে বুধবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে রয়েছে সতর্কবার্তা তাপপ্রবাহের।
Comment here