চাঁদপুর হরিণা নৌ-পুলিশের অভিযানে ৭ জেলে আটক,জাল নৌকা ইলিশ জব্দ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

চাঁদপুর হরিণা নৌ-পুলিশের অভিযানে ৭ জেলে আটক,জাল নৌকা ইলিশ জব্দ

সোহাঈদ খান জিয়া, চাঁদপুর :  চাঁদপুর মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নদীতে নামায় ৭ জেলেকে আটক করেছে হরিণাঘাট নৌ- ফাঁড়ি  পুলিশ।গতকাল বুধবার দুপুরে সাখুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।অভিযানের সময় ১ টি নৌকা,আনুমানিক ২০ হাজার মিটার সুতার জাল,৫ হাজার মিটার কারেন্টজাল এবং ৩০ কেজি ইলিশ জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।
আটককৃত জেলেরা হলঃ দুদু মিয়া

ads
(৩০),ফারুক (২৫), শাহীন (২২),হাবিব (২০), শরীফ (২০),রাসেল (২২) ও রিয়াদ (১৭)।
এদের বাড়ি লক্ষ্মীপুর ও ইব্রাহিমপুর ইউনিয়নে।

হরিণা নৌ পুলিশ  ফাঁড়ির ইনচার্জ হাসনাত জামান
অভিযানের নেতৃত্ব দেন।এ সময় এএসআই রফিকুল ইসলাম ও সংঙ্গিয় ফোর্স সাথে ছিলেন।

Attachments area

Comment here