সারাদেশ

চালু হলো এসএ টিভি, চ্যানেল নাইন রোববারে

নিজস্ব প্রতিবেদক : বকেয়া পরিশোধ করার পরে চালু হলো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি। আর চ্যানেল নাইন বকেয়া পরিশোধ করতে না পারায় চালু হয়নি। আগামী রোববার চালু হতে পারে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ আজ শুক্রবার বিকেলে বলেন, ‘এসএ টিভি বকেয়া পরিশোধ করেছে। এতক্ষণে চ্যানেলটি চালুও হয়ে গেছে। চ্যানেল নাইন পরশু (রবিবার) বকেয়া পরিশোধ করবে।  ওই দিনই চ্যানেলটি চালু হবে।’

স্যাটেলাইটে সম্প্রচার বন্ধ হলেও এসএ চ্যানেলটি ইন্টারনেটে দেখা যাচ্ছিল। আর ক্যাবল টিভিতে চ্যানেল নাইনের জায়গায় দেখাচ্ছে নো সিগন্যাল।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইন গতকাল বৃহস্পতিবার থেকে সম্প্রচার বন্ধ করে দেয় বিসিএসসিএল।

 

Comment here

Facebook Share