অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে ভারত। তবে আরোপিত লকডাউনেও সংক্রমণ থেমে নেই দেশটিতে। আক্রান্তের সংখ্যার দিক থেকে ছাড়িয়ে গেছে করোনাভাইরাসের উৎপত্তি দেশ চীনকে।
আজ শনিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা চীনের চেয়ে বেশি বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
সফটওয়্যার স্যলুশন কম্পানি ডারাক্সের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত তথ্য মতে, আক্রান্তের দিক থেকে সারা বিশ্বে ভারতের অবস্থান ঠিক দশের পরেই। ভারতে এখন পর্যন্ত ৮৫ হাজার ৯৪০ জন এই মহামারিতে আক্রান্ত হয়েছে, যেখানে চীনে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৪১ জন। তবে দেশটিতে চীনের তুলনায় মৃত্যুর হার বেশ কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৭৫৩ জনের। ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র, গুজরাট, মুম্বাই, তামিলনাডু ও দিল্লিতে।
ভারতে গত ২৪ মার্চ প্রথম দফায় লকডাউন জারি করা হয়। এপ্রিলের ১৪ তারিখে প্রথম দফা শেষ হলেও, পরিস্থিতির উন্নতি না হওয়ায় করোনা প্রতিরোধে দ্বিতীয় দফায় ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। এ সময় লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। এর পর সর্বশেষ আরও দুই সপ্তাহ লকডাউন বাড়ানো হয় যা আগামীকাল শেষ হওয়ার কথা।
Comment here