চীন থেকে আসছে ১০ হাজার করোনা শনাক্তের কিট : পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

চীন থেকে আসছে ১০ হাজার করোনা শনাক্তের কিট : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস শনাক্ত করতে চীন থেকে ১০ হাজার কিট ও ১০ হাজার প্রতিরোধক সরঞ্জাম আনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।  যে কোনো সময় চার্টার্ড ফ্লাইটে এগুলো চলে আসবে বলেও জানান তিনি।

আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

একে আব্দুল মোমেন বলেন, ‘চীনকে বলে রাখা হয়েছে।  ১০ হাজার কিটস ও ১০ হাজার প্রটেক্টিভ ইকুইপমেন্ট রেডি আছে। যে কোনো সময় চার্টার্ড ফ্লাইটে এগুলো চলে আসবে। কিছু বেসরকারি কোম্পানিও এগুলো আনার চেষ্টা করছে। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটে সেগুলো নিয়ে আসবো।’

প্রবাসীদের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যারা প্রবাসী আছেন, সজাগ হোন। দেশে আসা আপাতত পেছান। প্রতিটি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। যদি ভিসা শেষ হয়ে যায়, সেটা এক্সটেনশন করে দেবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসেনশিয়াল সার্ভিস মানে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাঠ পর্যায়ে যারা কাজ করেন, চিকিৎসক, নার্স, প্রত্যেকেরটাই এসেনশিয়াল সার্ভিস। তাদের ছুটি এ মুহূর্তে বন্ধ করে দিয়েছে সরকার।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মাত্র ২০ জন আক্রান্ত হয়েছেন। আমরা যদি ঠিক মতো প্রটেকটিভ মেজার নেই, তাহলে আমার মনে হয় এটা বাংলাদেশে ছড়াবে না।’

Comment here