চুল কেটে দেওয়ায় গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

চুল কেটে দেওয়ায় গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় মারপিট করে চুল কেটে দেওয়ায় নুপুর (১৩) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার সকালে বগুড়া শহরের ঠনঠনিয়া জবানী স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নুপুর স্থানীয় আবদুর রাজ্জাক ও রোকসানা দম্পতির বাড়িতে কাজ করত।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া শহরের ঠনঠনিয়া জবানী স্কুল সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত ব্যাংকার আবদুর  রাজ্জাক ও রোকসানা দম্পতির বাড়িতে থাকত নুপুর। পাঁচ বছর বয়সে সারিয়াকান্দিতে ফুফু ও দাদির কাছে থেকে নুপুরকে নিয়ে আসেন রাজ্জাক দম্পত্তি। সেই থেকে বাড়ির কাজকর্ম করত সে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গত রোববার সন্ধ্যার দিকে বাসায় থাকা অন্য ভাড়াটিয়া নারীর সঙ্গে কথা বলছিল নুপুর। এ ঘটনায় নুপুরের মাথার চুল কেটে দেয় গৃহকর্তী রোকসানা। এতে অভিমানে সে ঘরে থাকা ইঁদুর মারার বিষপান করে। বিষয়টি বুঝতে পেরে আবদুর রাজ্জাক তাকে সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে থাকা নুপুর পুলিশকে জানিয়েছে যে, মাঝে মাঝেই সে মারপিটের শিকার হতো।

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই মেয়েটির বাবা-মার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

এদিকে, গৃহকর্মীকে মারধরের ঘটনায় ‘আলোকিত বগুড়া’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান আকন্দ মামলার বাদী হচ্ছেন বলে জানা গেছে।

আবদুল মান্নান আকন্দ জানান, তিনি নির্যাতিত মেয়েটির পাশে দাঁড়িয়ে তাকে সার্বিক সহযোগিতা করকে চান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ মণ্ডল জানান, গতকাল সকালে নুপুর নামের এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। সে বেশ অসুস্থ, তার চিকিৎসা চলছে। বিষপান প্রসঙ্গে চিকিৎসকরা বিভিন্ন প্রশ্ন করলে মেয়েটির বাবা কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

Comment here