সারাদেশ

জটিল কোনো সমস্যা নেই বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসা নিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে তার শরীরে তেমন কোনো জটিল সমস্যা ধরা পড়েনি। আজ দুপুরে এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী। তিনি শারীরিকভাবে বেশ ভালো আছেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

মো. আব্দুল লতিফ বকসী আরও বলেন, ‘এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, স্যার ভালো আছেন। তেমন কোনো জটিলতা ধরা পড়েনি।’

তিনি বলেন, ‘আসলে বাসায় আইসোলেশনে থাকা বেশ কঠিন। হাসপাতালে থাকলে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা যাবে। তাই মূলত তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।’

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি বেশ সুস্থ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Comment here

Facebook Share