নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে ৬ ডিসেম্বর সকাল ১০টায় এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার তারিখ পরিবর্তন হওয়ায় ২০ ডিসেম্বর বিকেল ৩টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রের তালিকা ও সিটপ্ল্যান বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সরকারি ব্যাংকগুলোর নিয়োগপ্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠন করে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে সরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের এই কমিটির সদস্য করা হয়।
Comment here