জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষণা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষণা

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা জাতীয় নাগরিক কমিটির ১০১ সদস্য বিশিষ্ট পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে। ৪ ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক নাসীরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ শান্তর স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি মুহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি বলেন,
“দেশের বৃহত রাজনৈতিক দলগুলো এবং এদের লেজুড়বৃত্তিক সংগঠনগুলো আমাদের জ্ঞান,প্রজ্ঞা,দেশপ্রেম দেখে হীনমন্যতায় ভুগে ভাবে আমরা জাতীয় নাগরিক কমিটি হয়ত কোন রাজনৈতিক দল ৷ আমরা নির্বাচন করব । তাদের ভাগ বাটোয়ারার রাজনীতিতে ভাগ বসাবো। তাদের উদ্দ্যেশ্যে পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা জাতীয় নাগরিক কমিটি কোন রাজনৈতিক দল নয়। আমরা নির্বাচনে অংশগ্রহনও করব না। তবে জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক উদ্যোগ একথা বলা যায়ই । কেননা আগামীদিনে রাজনীতি কারা করবেন, সংসদে কারা যাবেন তার জন্য আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব ৷ জনগনের সাথে যেন আর কোন নেতা ছেলে খেলা না করতে পারে তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করব৷ আগামীদিনে কোন সন্ত্রাসী, কোন ব্যাংক চোর, কোন ধান্দাবাজ ঠিকাদার রাজনীতি করবে নাকি শিক্ষিত, সর্বজনগ্রাহ্য, সৎ একজন মানুষ রাজনীতি করবে তা নির্ধারন করে দেয়ার জন্য আমরা রাজপথে থেকে রাজনীতি করব ৷ কিন্তু আমরা কেউ জনপ্রতিনিধি হওয়ার মনবাসনা নিয়ে আসিনি। আমরা দেশের জন্য রাজপথে নেমেছিলাম।দেশের জন্যই রাজপথে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব৷ এটাই নতুন দিনের রাজনীতি।
তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার এবং তাদের সহযোগীদের ষড়যন্ত্র মোকাবিলা করে স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে আমরা কাজ করব। পিরোজপুরকে শিক্ষা, সংস্কৃতি এবং উৎসব-আনন্দের একটি মডেল শহরে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

জাতীয় নাগরিক কমিটির উদ্দেশ্যকে স্বাগত জানিয়ে পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধি মুহাম্মদ আবু রাজীন বলেন,
“রাজনীতি মূলত জ্ঞান, প্রজ্ঞা, সেবা এবং দর্শনের চর্চা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে রাজনীতি ফাঁকা হুংকার, চাটুকারিতা, মিথ্যা প্রতিশ্রুতি এবং ব্যক্তিগত স্বার্থে আবদ্ধ। জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে এ ধারা বদলে যাওয়ার প্রত্যাশা রাখি।”
সদর উপজেলা কমিটির আরেক প্রতিনিধি মোঃ নাঈম বলেন, “বিগত বছর গুলোতে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো নিজেদের দলের লোক বাদে জনসাধারণ সবাইকে একদমই মূল্যায়ন করেনি, আমরা এই সকল চর্চা থেকে বের হয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর আমরা। তিনি আরও বলেন শুধু ব্যক্তি বা দলের পরিবর্তন হলেই চলবে না, সবার আগে আমাদের মানসিকতা এবং চরিত্রের পরিবর্তন আনতে হবে তাহলেই সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে”
জাতীয় নাগরিক কমিটির এই মহৎ উদ্দেশ্যে সফলতা কামনা করে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে পিরোজপুর সদর উপজেলার প্রতিনিধিদের অভিনন্দন জানানো হয়।

Comment here