মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধিঃ আজ পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সংলগ্ন সদর রোডে জেলা কমিউনিস্ট পার্টি, পিরোজপুর শাখার উদ্যোগে এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দলটির নেতারা জাতীয় নির্বাচন দ্রুত আয়োজন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সারাদেশে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। এছাড়াও, তারা বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার তপন কুমার বসু। বক্তৃতা দেন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন পান্না, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাহাদুর হোসেন, এবং অন্যান্য নেতৃবৃন্দ, যেমন পরিতোষ সমদ্দার, স্বপন চক্রবর্তী, ও কৃষ্ণলাল গুহ।
বক্তারা বলেন, দেশের জনগণ এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বৈষম্যের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই সংকট উত্তরণের জন্য দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে বিজয়ী রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
তারা আরও বলেন, আমাদের দল গরীব মেহনতী মানুষের দল তাই আমরা চাই রেশনিং ব্যবস্থা চালু হলে দেশের গরিব ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ কমবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। বক্তারা দলীয় নেতাকর্মীদেরকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, জেলা কমিউনিস্ট পার্টি পিরোজপুর শাখা আগামী ছয় মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
Comment here