জাতীয় গ্রিড বিপর্যয় সরকারের ব্যর্থতা : ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয় সরকারের ব্যর্থতা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ ‘সরকারের সার্বিক ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে দুপুর থেকে ৬ ঘণ্টা ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ অধিকাংশ জেলায় বিদ্যুতহীন অবস্থার বিষয়ে আজ বুধবার দুপুরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা মনে করি, জাতীয় গ্রিডে বিপর্যয় সরকারের সামগ্রিক ব্যর্থতা। যে কথাটা আমাদের টুকু সাহেব বললেন, এখানে যে পরিকল্পনার মধ্য দিয়ে এবং যে কাঠামোগত ব্যাপারটা থাকে সেখানে টোটালি চুরি হয়েছে বলেই আজকে এই বিপর্যয় ঘটেছে।

তিনি বলেন, ‘এই ঘটনা শুধু বিদ্যুতে নয় সর্বক্ষেত্রে ঘটছে। যার ফলে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, কোথাও তো কোনো জবাবদিহিতা নাই। দেয়ার ইজ নট ইলেক্টেড পার্লামেন্ট।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনি যে প্রশ্ন করবেন, কোথাও যে জবাব চাইবেন সেই জবাবটাও চাইতে পারছেন না। যেহেতু এই সরকারের জনগণের প্রতি কোনো দায় নেই, দায়িত্বশীলতার ব্যাপার নেই। প্রতিটি ক্ষেত্রে দেখবেন এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাটা তারই একটা প্রমাণ। তাদের দায়িত্বশীলতার অভাব এবং তাদের জবাবদিহিতার অভাবের কারণে এই ঘটনা ঘটছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এখান থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা তা হলো কেয়ারটেকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করা। এছাড়া এর কোনো বিকল্প পথ নেই।’

 

Comment here