সারাদেশ

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ সব তথ্য জানান।

ইভিএমে ভোটগ্রহণ নিয়েয়ে গত জুনে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মত নেয় ইসি। বিএনপি ও তার জোটের শরিকরা অবশ্য সে সংলাপ বর্জন করেছে। আর যেসব দল আলোচনায় অংশ নিয়েছে, তাদের মধ্যে অর্ধেক ইভিএম ব্যবহারের কথা বলেছে। বাকি অর্ধেক দল বলেছে- ইভিএম ব্যবহার করা উচিত হবে না।

অন্যদিকে, বিএনপি ও তার জোটের শরিকদের অবস্থান হলো-, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে তারা কোনো ভোটে অংশ নেবে না। তারা ইভিএম ব্যবহারেরও ঘোর বিরোধী। সেই হিসাবে ইভিএমের বিরোধিতাকারী দলেরও সংখ্যাই বেশি।

 

 

বিস্তারিত আসছে…

 

Comment here

Facebook Share