জানাজায় যাওয়ার পথে লাশ হলেন মাদ্রাসা শিক্ষক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

জানাজায় যাওয়ার পথে লাশ হলেন মাদ্রাসা শিক্ষক

দৈনিক মুক্ত আওয়াজ ডেস্ক : আত্মীয়ের জানাজায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে লাশ হলেন মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক। গতকাল সকাল ৭টার দিকে ময়মনসিংহের গৌরীপুর-রামগোপালপুর সড়কে বাহাদুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে মোজাম্মেল হক তার বড় মায়ের জানাজায় অংশগ্রহণ করতে মোটরসাইকেলযোগে নেত্রকোনার পূর্বধলা থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান তিনি।

মোজাম্মেল ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মৃত আবেদ আলীর ছেলে। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামে একটি এবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ছিলেন। এ ছাড়া গত রবিবার রাতে ও গতকাল সোমবার স্কুলছাত্র,শিশু, গার্মেন্টসকর্মী ও ব্যবসায়ীসহ প্রাণ গেছে ৭ জনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সদরপুর : ফরিদপুরের সদরপুর-চন্দ্রপাড়া সড়কে গতকাল সকালে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তারেক বেপারী নামে এক স্কুলছাত্র নিহত হয়। তারেক বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। সে সদর ইউনিয়নের নয় রশি গ্রামের মাইক্রোচালক মো. সিরাজ বেপারীর ছেলে।

টাঙ্গাইল : সখীপুরে ট্রাক্টর ধাক্কায় মোটরসাইকেল আরোহী রমেজ উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হন। গতকাল সকালে উপজেলার মহানন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রমেজ সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

রাঙামাটি : চার দিনের মাথায় রাঙামাটিতে ফের পর্যটকবাহী বাস উল্টে ৮ পর্যটক আহত হন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মানিকছড়ি এলাকায় বাস ব্রেকফেল করলে এ দুর্ঘটনা ঘটে। মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী একটি বিআরটিসি বাস পিকনিক ট্যুরিস্ট ভাড়া নিয়ে রাঙামাটি যাওয়ার পথে মানিকছড়ি নামক এলাকায় ব্রেকফেল করে দুর্ঘটনা ঘটে।

রাউজান : গতকাল সকাল ৯টায় নগরীর জিইসি মোড়স্থ মেডিক্যাল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত তাহমীদুল ইসলাম চৌধুরীর মৃত্যু হয়। তাহমীদুল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘১৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বাঁশখালী উপজেলার বৈলছড়ির কেবি বাজার এলাকার শাহাব উদ্দিন আহমেদ এবং বেগম রোকসানা শাহাবের একমাত্র সন্তান। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান-সংলগ্ন বুইজ্জার দোকান এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

রাজবাড়ী : কালুখালী উপজেলার মাছবাড়ি এলাকায় গতকাল বেলা সোয়া ১০টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক হানিফ বিশ্বাস নিহত হন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার গাড়াকোলা গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে।

সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে বাসচাপায় আবদুর রশিদ নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হন। তিনি কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার সুকাতি গ্রামের সাইফুর রহমানের ছেলে। সাভারের পানপাড়া এলাকায় পরামানিকের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন তিনি।

সাতক্ষীরা : সাতক্ষীরায় ট্রাকচাপায় পাটকেলঘাটা ডাচবাংলা ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার শামসুর রহমান সানা নিহত হন। গতকাল বেলা দুইটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানার বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। সানা আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহিদুল্লাহ সানার ছেলে। তিনি পাটকেলঘাটা সদরের ডাচবাংলা ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার হিসাবে দায়িত্বপালন করছিলেন।

নেত্রকোনা : দুর্গাপুর উপজেলায় ট্রাকচাপায় শ্রাবন্তী (২) নামে এক শিশু নিহত হয়। এদুর্ঘটনায় শিশুটির মাসহ তিনজন গুরুতর আহত হন। গতকাল বেলা আড়াইটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শুকনাকুড়ি সেতুর দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। সে দুর্গাপুরের শুকনাকুড়ি গ্রামের শাহাব উদ্দিনের মেয়ে।

Comment here