নিজস্ব প্রতিবেদক : জীবনের মায়া রেখে ঈদে ঘরমুখো মানুষদের মহাসড়কে নিয়ম মেনে যাতায়াতের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ আহ্বান জানান।
এসময় মন্ত্রী ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন রাখতে সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে চালকদের প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ। তাই সামান্য উদাসীনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে। তাই সবাইকে মাস্ক পরিধানসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহন, মালিক-শ্রমিকসহ সকলকে ঈদযাত্রা নির্বিঘ্ন করার আহ্বান জানান। এছাড়াও যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব পশুর হাট রয়েছে তার পরিসর যাতে কোনোভাবেই বেড়ে না যায় সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
Comment here