জুরাইনে পুলিশের ওপর হামলা, আসামি ৪৫০ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

জুরাইনে পুলিশের ওপর হামলা, আসামি ৪৫০

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেল আরোহী এক দম্পতি উল্টো পথে আসায় রাজধানীর জুরাইনে তাদরে আটক করে পুলিশ। এ সময় কাগজ দেখতে চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় লোকজনের হামলায় পুলিশের তিন সদস্য আহত হন। আজ মঙ্গলবার সকালে জুরাইন ট্রাফিক সিগন্যালে এ ঘটনা ঘটে।

আহত পুলিশের তিনজন সদস্য হলেন সার্জেন্ট আলী হোসেন, ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপপরিদর্শক উৎপল চন্দ্র।

ওই ঘটনায় আটক তিনজনের নাম উল্লেখ করে শ্যামপুর থানায় অজ্ঞাত সাড়ে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আহত ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন।

 

পুলিশের দাবি, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসায় তাদের আটক করে কাগজপত্র যাচাই করা হয়েছে। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুর হয়। এর জের ধরেই ঘটনাটি ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে উৎপল দত্ত অপুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘এ ঘটনায় ইমরান, রনিসহ তিনজনকে আটক করা হয়েছে।’

 

Comment here