রোজা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৭ মে ধরে চলতি বছরের সেহেরি ও ইফতারের সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত শনিবার দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে গতকাল রোববার।
আজ সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হওয়ায় আগামী ২১ এপ্রিল রোববার রাতে শবে বরাত পালিত হবে।
এর পর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে রোজা শুরু হলে ঢাকা ও আশপাশের এলাকায় ওইদিন ভোর ৩টা ৫২ মিনিটের মধ্যে সেহেরি শেষ করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এই সূচিতে সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে। আর ইফতার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।
আর ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। একইভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
Comment here