সারাদেশ

জেলার ৫০০ অভাবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওযার ঘোষনা-এস পি মোস্তাফিজ

সোহরাব হোসেন বাবু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বেঁচে থাকার জন্য এখন সব থেকে বেশি প্রয়োজন খাবারের। দিনমজুর ও শ্রমিক শ্রেণির এসব মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় ফুরিয়ে এসেছে বাড়িতে থাকা খাবার।
এমন পরিস্থিতিতে অসহায় এসব মানুষদের খাবার দেবেন বলে ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। শুরু করেছেন তালিকা প্রস্তুতের কাজও।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, করোনা মোকাবেলার জন্য মানুষদের ঘর থেকে বের হতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে অভাবি মানুষরা বিপাকে পড়েছেন। তাদের ঘরে থাকা খাবার ফুরিয়ে আসছে। মানবিক দিক বিবেচনা করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় অভাবি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, জেলার প্রকৃত ৫০০ অভাবি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব। ইতোমধ্যে তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। সত্যিকার অর্থে অভাবি কেউ যোগাযোগ করলে পুলিশ তার পাশে দাঁড়াবে।
সাতক্ষীরা জেলা পুলিশ কন্ট্রোলরুমঃ০১৭৩৯-৮৪০৯৫১

Comment here

Facebook Share