জ্বালানি তেলের দাম আবার বাড়ছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

জ্বালানি তেলের দাম আবার বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম আরেকবার বাড়তে পারে বলে আভাস দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতিদিন ১০০ কোটি টাকা লোকসান গুনছে। ফলে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। গতকাল মঙ্গলবার বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী এ আভাস দেন।

নসরুল হামিদ বলেন, ‘যেভাবে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ছে, সেটা খুব অস্বাভাবিক। আমাদের চিন্তা করতে হবে, এ অবস্থা কতদিন চলবে। বিপিসি প্রতিদিন শতকোটি টাকা লোকসান গুনছে। দাম পরিবর্তন করব কিনা, কোথায় সমন্বয় করব, বা আদৌ করব কিনা, এসব বিষয় নিয়ে চিন্তা করছি।’

তিনি বলেন, ‘লোকসানের দায় কে নেবে, আমাদের গ্রাহকরা আছেন, যারা জ্বালানি পরিবহন করেন তাদের ওপর কোনো চাপ পড়ুক, তা আমরাও চাই না। আমরা চাই সমন্বয় করতে। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আসলে কত দিন এ লোকসান গুনব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের আশপাশের দেশগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দাম সমন্বয় করে। বাড়লে বাড়ায়, কমলে কমায়। আমরা এ মুহূর্তে সেদিকে যাব কিনা, সেটা চিন্তার বিষয়। এ অস্বাভাবিক বৃদ্ধির ফলে ভারতের সঙ্গে এখন আমাদের তেলের দামের অর্ধেক পার্থক্য তৈরি হয়ে গেছে। সে তুলনায় এখনো আমরা স্থিতিশীল অবস্থায় আছি। আমরা কতটা বাড়াব, সে জায়গাটা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। যাত্রীদের ওপর কী প্রভাব পড়বে, পরিবহনে কী প্রভাব পড়বে, সব আমাদের ভাবতে হচ্ছে।’

জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে লিটারপ্রতি ডিজেলের দাম অনেক কম। জুনে এখানে ডিজেলের লিটার যেখানে ৮০ টাকা, সেখানে ভারতে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। একইভাবে পাকিস্তানে ৯৪ টাকা, নেপালে ১১৩ টাকা, শ্রীলংকায় ১০১ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দাম হংকংয়ে। দেশটিতে এক লিটার ডিজেলের দাম ২০৫ টাকা।

এদিকে ভারতে তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম হওয়ায় পাচারের আশঙ্কা অনেক বেড়ে গেছে। সীমান্তবর্তী জেলা প্রশাসন এবং বিজিবির দায়িত্বশীল কর্মকর্তাদের পাচার ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার।

এদিকে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় দক্ষিণাঞ্চলে মানুষের ভাগ্য উন্নয়ন করতে। পায়রা বন্দর শুধু একটা বন্দর নয়, পায়রাকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ চলছে। ওই অঞ্চলের চেহারা পাল্টে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য সারাদেশে কানেকটিভিটি দরকার। সারাদেশে কানেকটিভিটি করতে কাজ করে যাচ্ছি। পদ্মা সেতু দিয়ে গ্যাস সঞ্চালন লাইন নেওয়া হয়েছে, অন্যদিকে ভোলার গ্যাস কীভাবে বরিশাল হয়ে খুলনা নেওয়া যায়, সে লক্ষ্যে কাজ চলছে।

এদিকে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিপিএমআই রেক্টর মো. মহসিন চৌধুরী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী আনোয়ারুল ইসলাম।

এদিকে চলতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রাকৃতিক গ্যাসের দাম ২২ শতাংশ বাড়িয়েছে। ১ জুন থেকে বর্ধিত দাম কার্যকর হয়েছে। গ্যাসের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে। ফলে বিদ্যুৎতের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া চলছে। এ অবস্থায় তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

 

Comment here