জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

মো: মাহফুজার রহমান : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে আনোয়ার হোসেন শামিম (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ১১টায় উপজেলার হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ঐ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, নিহত আনোয়ার হোসেন শুক্রবার রাতে স্থানীয় মনঝার বাজারের ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়ির অদূরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা হয়েছে।

Comment here