সেলিম রেজা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রোববার রাতে ফুলছদ্দিন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার রঘুনাথপুর গ্রামের শরাফত আলীর ছেলে। ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
মামলায় ওই স্কুল ছাত্রীর বাবা জানান, গত ২০ এপ্রিল দুপুরে তার মেয়ে পাড়ায় দুধ আনতে যাওয়ার পথে ওই গ্রামের বুমারখালের ধারে পৌঁছলে আসামি তাকে ধরে খালের মধ্যে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার মেয়ে পরিবারের কাউকে জানায়নি। আমি এলাকার মানুষের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ওই আসামিরর সাথে কথা বললে সে কাউকে না বলার জন্য আমাকে হুমকি দেয়। আসামি এলাকার প্রভাবশালী হওয়ায় তারা বিষয়টি মিমাংসার জন্য আমাকে নানাভাবে চাপ দেন।
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেছেন। দ্রুত আসামিকে গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comment here