সারাদেশ

ঝিনাইদহে সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত

মোঃ মিশন আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে ১০ শ্রেণীর ছাত্র সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে সিফাতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী অংশ নেয়।

এসময় সিফাতের পিতা মনোয়ার মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দ্রুত সিফাত হত্যার ঘটনায় বাকি আসামীদের গ্রেফতারের দাবী জানান। সেই সাথে জড়িতদের ফাঁসির দাবী জানান। শনিবার সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সাথে বসে ছিল উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র সিফাত।

এসময় কিছু দুবৃর্ত্তরা তাদের উপর হামলা করে ছুরিকঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ফরিদপুর নেওয়ার পথে মারা যায়।

Comment here

Facebook Share