ঝিনাইদহ সদর হাসপাতালে বেড়েছ আবারও ডেঙ্গু রুগীর সংখ্যা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঝিনাইদহ সদর হাসপাতালে বেড়েছ আবারও ডেঙ্গু রুগীর সংখ্যা

মোঃমিশন আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:  ঝিনাইদহ সদর হাসপাতালে বিগত ২৪ঘন্টাই আবারও বেড়ে গেছে ডেঙ্গু রুগীর সংখ্যা।  যা এই বছর সর্বো মোট ৪৮২ জন ছাড়িয়ে নতুন করে গতো ২৪ ঘন্টাই আবারো ভর্তি হয়ছে ২জন। যা বর্তমান  ভর্তিকৃত ডেঙ্গু রুগীর  সংখ্যা মোট ৬জন। এরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার। (১)মোঃ শাওন হোসেন।  কালিগ্জ উপজেলার (১)মোঃ আলআমিন হোসেন । এবং হরিনাকুন্ডু  উপজেলার।  (১)মোঃ বাচ্চু মিয়া (২) মোঃ সোহাগ হোসেন (৩) মোছাঃ স্মৃতি খাতুন । এবং শৈলকুপা উপজেলার।  (১) মোঃ আজিজুল রহমান।
ads
এই বিষয়ে হাসপাতাল কতৃপক্ষ বলেন। ডেঙ্গু রুগীর পরিক্ষা নীরিক্ষার করে তাঁদের ঔষধ দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে তাঁদের আতঙ্ক না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পর্যন্ত যতো ডেঙ্গু ভর্তি হয়েছে তাঁরা সবাই  প্রাই সুস্থ  বাসাই ফিরে গেছেন।

Comment here