নিজস্ব প্রতিবেদক : দেশে চলছে ডলার সংকট। এ সংকট কাটিয়ে উঠতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। দিন দিন বাড়ছে ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংক তাই ডলারের বিপরীতে ৩০ পয়সা কমালো টাকার দর।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৯৫ টাকা দরে ডলার বিক্রি করেছে তারা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আজ সরকারি আমদানি বিল মেটাতে এ দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে।
গতকাল রোববার ডলারের এ দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। সেই হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংক আজ নতুন দামে ১৩৯ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে। এদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।
তবে কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১৪ থেকে ১১৫ টাকা। আজ খোলাবাজারে এক ডলার বিক্রি হচ্ছে ১১৩ টাকা থেকে ১১৫ টাকা ৫০ পয়সা। আ যা ছিল ১১০ থেকে ১১১ টাকা। বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ১০৭ থেকে ১০৮ টাকা পর্যন্ত দামে ডলার বিক্রি হচ্ছে।
Comment here