টাঙ্গইলে সাত মাসের অন্তঃসত্ত্বা মা ও শিশু মেয়েকে জবাই ও কুপিয়ে হত্যা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রাইম

টাঙ্গইলে সাত মাসের অন্তঃসত্ত্বা মা ও শিশু মেয়েকে জবাই ও কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম (টাঙ্গাইল প্রতিনিধি) : টাঙ্গাইলে সদর উপজেলার পৌর এলাকার ভাল্লুককান্দী গ্রামে সাত মাসে অন্তঃসত্ত্বা মা ও তার চার বছরের মেয়েকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই গ্রামের আলামিনের স্ত্রী লাকী বেগম(২২) ও তাদের মেয়ে আলিফা (৪)। এবিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন,শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ডুকে মা ও মেয়েকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তবে এঘটনায় এখন পর্যন্ত কাইকে আটক করা হয়নি। মামলা পক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

Comment here