সারাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীর ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে দাদির সঙ্গে অভিমান করে জুঁইমণি নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের দুবাই প্রবাসী সোহরাব হোসেনের মেয়ে। স্থানীয় ছানোয়ার বিদ্যানিকেতন নামে একটি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে জুঁইমণি ও তার বড় বোনের মধ্যে কথা কাটাকাটি হলে জুঁইমণির দাদি শাসনের স্থলে তাকে থাপ্পড় মারে। পরে অভিমান করে দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধন্যার সঙ্গে ফাঁস দেয়।

এরপর তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি দৈনিক মুক্ত আওয়াজকে বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Comment here

Facebook Share