সারাদেশ

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলার ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে এক বৃদ্ধ এবং দুপুরে কালিহাতী উপজেলার বাঁশি এলাকায় আরেক ব্যক্তি মারা যান।

ঘাটাইলের আনেহলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান, মৃত ব্যক্তি ১০ থেকে ১২ দিন আগে তাবলিগ জামাত থেকে বাড়িতে ফেরেন। বাড়িতে এসে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, ‘মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি। তারা নমুনাটি ঢাকায় পাঠাবেন। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।’

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম মৃতের রক্তের নমুনা সংগ্রহ করেছেন। মৃতের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।’

এদিকে, কালিহাতী উপজেলায় মারা যাওয়া ওই ব্যক্তির প্রতিবেশীরা জানান, কয়েকদিন ধরে তিনি জ্বর, ঠাণ্ডা এবং পাতলা পায়খানায় ভুগছিলেন।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নিপা বলেন, ‘আমাদের মেডিকেল টিম গিয়ে নিশ্চিত হয়েছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। পরে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।’

Comment here

Facebook Share