টানা তিন দিন বন্ধ থাকবে মেট্রোরেলের চলাচল। বর্তমানে রাজধানীর আগারগাঁও উত্তরা পর্যন্ত চলছে মেট্রোরেল। আগামী ২৯ অক্টোবর থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে। দুই অংশের সার্বিক পরিচালন ব্যবস্থা সমন্বয় করার জন্য আগামী শনি ও রবিবার উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকে।
আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬-এর আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে।
Comment here