নিজস্ব প্রতিবেদক : দেশে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেওয়ার সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। আজ বুধবার বিকেলে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধনের আগে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা গ্রহণের পর কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
দেশে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ভ্যাকসিন নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এরপর ভ্যাকসিন নেন ডাক্তার আহমেদ লুৎফর মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক সার্জেন্ট দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
Comment here