নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যে দেশে করোনাভাইরাসের টিকা আসবে। ২৬ জানুয়ারি থেকে টিকা নিতে আগ্রহীদের নিবন্ধন শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে টিকা দেওয়া শুরু হবে। আজ সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, নিববন্ধন করেই টিকা নিতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে স্থান ও সময় বলে দেওয়া হবে। পর্যায়ক্রমে সাড়ে ৭ হাজার কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে।
তিনি জানান, প্রথম টিকা নেওয়ার মাঝে দুই মাসের বিরতির পর দ্বিতীয় টিকা দেওয়া হবে। এ জন্য প্রথম ধাপে আসা ৫০ লাখ টিকা ৫০ লাখ মানুষকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রথম ধাপে ৮০ বছরের বেশি বয়সী আর স্বাস্থ্যকর্মীরা টিকা পাবেন। পরের ধাপে ৭০ বছরের বেশি বয়সীরা পাবেন। টিকা দিতে সারা দেশে ৭ হাজার ৩৪৪টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ছয়জন করে সদস্য থাকবেন।
Comment here