আন্তর্জাতিক

টিভি শোতে সমকামী জীবন নিয়ে মুখ খুললেন ২ সৌদি নারী

অনলাইন ডেস্ক : প্রকাশ্যে একটি আরবি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের সমকামী জীবন নিয়ে মুখ খুলেছেন দুই সৌদি নারী। সৌদি আরবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড। এমন একটি দেশে থেকে কীভাবে তাদের সম্পর্ক গড়ে ওঠে সে বিষয়ে তারা ওই সাক্ষাত্কারে কথা বলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইল জানায়, ইসলামিক দেশগুলোতে সমকামিতার বিষয়ে কঠোর আইন রয়েছে। আর তাই ২০১৮ সালে পালিয়ে লন্ডনে আশ্রয় নেন ফাদ ও নাজ নামে ওই সমকামী নারী। লন্ডনে আসার পর ওই দম্পতি রাজনৈতিক আশ্রয় পান।

নাজ জানান, স্ন্যাপচ্যাট থেকেই তিনি ফাদের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হন। কিশোরী অবস্থা থেকেই নাজ বুঝতে পারেন যে তিনি একটু আলাদা। আর তখন থেকেই তিনি ছেলেদের পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে এতে পরিবারের বাধা ছিল বলেও জানান তিনি।

ওই টিভি চ্যানেল সমকামী নারী যুগলের সৌদি আরবে থাকাকালীন এবং বর্তমানের বিভিন্ন ছবি প্রকাশ করেছে।

Comment here

Facebook Share