টেস্ট করেছি, করোনাভাইরাসে আক্রান্ত নই : স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

টেস্ট করেছি, করোনাভাইরাসে আক্রান্ত নই : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে অন্যদের মতো তিনিও হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার দুপুর ১২টায় মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষ থেকে প্রতিষ্ঠানটির নিয়মিত লাইভ ব্রিফিংয়ে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা জানান মন্ত্রী। এ সময় করোনাভাইরাস সম্পর্কিত সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন করোনাভাইরাসে আক্রান্ত, স্বাস্থ্যমন্ত্রী নিজেও কোয়ারেন্টিনে আছেন কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় বড় মন্ত্রণালয়। অনেক লোকজন আসা যাওয়া করে। তাদের কারও হতে পারে। সেটা তো আছেই। আমি তো কাজ করছি। করোনা ভাইরাসে আমি নিজে আক্রান্ত নই। আমি টেস্টও করেছি। কোয়ারেন্টিন বলবো না। অন্যরা যেভাবে আছে আমিও সেভাবে আছি।’

এলাকাবাসী আকিজ গ্রুপের হাসপাতাল তৈরি বাধা দিচ্ছে-এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে তারা কাজ করছে। এখানে আকিজগ্রুপ ভবন তেরি করে দিতে চায়, তাদের যদি কোনো সমস্যা না হয় তাহলে তো আমি মনে দেশবাসীর খুশি হওয়ার কথা। প্রয়োজন না হলে আমরা তা ব্যবহার করবো না। আমি মনে করি জনগণের সহনশীল হওয়া উচিত।’

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হলে তার দাফন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে জাহিদ মালেক বলেন, ‘লাশ দাফন করার নির্দিষ্ট প্রটোকল রয়েছে। সেটা আইইডিসিআর ভালো করে জানে। যারা দাফন করবেন তাদেরকে ভালো করে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে দাফন বা সৎকার যেটা করবে সেই প্রক্রিয়া আইইডিসিআর ভালো করে বলে দেবে।’

দেশের করোনা পরিস্থিতি নিয়ে তুলে ধরে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে অনেক আগে থেকেই আমার প্রস্তুতি নিয়েছি, তাই বাংলাদেশ ভালো আছে।’

এর আগে ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আর কেউ করোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়নি। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমিত রোগী ৪৮ জনই। নতুন করে কারও মৃত্যুও হয়নি।

Comment here