নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ও চালক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অ্যাম্বুলেন্সটি ট্রাকের ভেতরে ঢুকে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।’
Comment here