নিজের নামে ট্রাস্ট গঠন করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার বিকেলে পাঁচ জনকে সদস্য করে ট্রাস্ট গঠন করেছেন। নিজেও ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে আছেন। কিন্তু ট্রাস্টি বোর্ডে রাখেননি স্ত্রী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরকে।
জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি দৈনিক আমাদের সময়কে এই তথ্য নিশ্চিয় করেছেন। তিনি বলেন, ‘ট্রাস্টি বোর্ড হয়েছে। তবে কিছু গণমাধ্যমে এসেছে যে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি দান করেছেন। এটা সত্য নয়। তিনি আপাতত বোর্ড গঠন করেছেন মাত্র।’
বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন : এরশাদের ছেলে এরিক এরশাদ, একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।
Comment here