টাঙ্গাইল সদর প্রতিনিধি : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে কালিহাতি উপজেলার হাতিয়া এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর একঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে কাভার্ডভ্যানটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক পরিদর্শক ইফতেখার রোকন এসব তথ্য নিশ্চিত করেছেন। ট্রেন চালকের নাম-পরিচয় জানা যায়নি।
রোকন জানান, মূলত দুর্ঘটনা এড়াতে গিয়ে কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর উঠে পড়ে। সামনে থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে চালক নিহত হন। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comment here