নিজস্ব প্রতিবেদক : অটোমেশনের শর্তে ১৭ মার্চের মধ্যে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের মতো ১১.২৮-এ আবারও ফিরে যাবে। এ সিদ্ধান্ত প্রথম পর্যায়ে বাস্তবায়ন হবে জেলা পর্যায়ে, এরপর উপজেলা পর্যায়ে। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে অটোমেশন সম্পন্ন হয়েছে। তাই এখানে সেভিংসের অপব্যবহারের সুযোগ নেই। কিন্তু পোস্ট অফিসে অটোমেশন নেই, এখানে অপব্যবহারের সুযোগ আছে। এ জন্য সুদের হার বেশি হওয়ায় অনেক ধনী এখানে এসেছে। তাই সাময়িক সময়ের জন্য এ স্কিমে সুদহার কমানো হয়েছে। পোস্ট অফিসের অটোমেশন হয়ে গেলে ডাকঘর স্কিমে সুদের হার ১১.২৮ শতাংশে ফিরে যাবে। আগামী ১৭ মার্চের মধ্যে অটোমেশন হয়ে যাবে। কথা দিয়েছি যখন কথা রাখব।’
প্রান্তিক জনগোষ্ঠী ডাকঘর সঞ্চয় ব্যবহার করে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং অটোমেশন করাতে কেউ লিমিট ক্রস করতে পারবে না। পেনশনভোগীদের জন্য পরিমাণ বেশি করা হয়েছে। পোস্ট অফিসে বিদ্যমান আইনে রয়েছে ৩০ লাখ, যা অনেক বেশি। সেখানে সুদের হার ১১.২ শতাংশ রাখা হয়েছে।’
ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার কমানোর কারণ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যখন দেখলাম সবাই চলে যাচ্ছে পোস্ট অফিসে, বন্ধ করব কিভাবে, বন্ধ করতে হলে বলতে হবে ইন্টারেস্ট নাই। যদি একবার কিনে ফেলে তা হলে তো করার কিছু নাই। এখন কিনেন ৬ বা ২ বা এক ইন্টারেস্ট কিনে ফেলেন। অটোমেশন শেষ হলে এটার জন্য যা প্রয়োজ্য তা পাবেন।’
ব্যাংকিং কমিশন অবশ্যই করা হবে, তবে এতে সময় লাগবে বলে জানান অর্থমন্ত্রী। খেলাপি ঋণ আদায়ে কোনো কর্পোরেশন করা হচ্ছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা করব বলে বাজেটে বলা হয়েছে। বাজেটে যেসব আইন করব বলেছি সে আইনগুলো করা হবে। কিন্তু আমরা একরকম বলি, আপনারা একরকম বলেন। এতে করে মানুষের মধ্যে দুশ্চিন্তা বেড়ে যায় এবং আমার মনে হয় তারা অনেকেই হাতাশাগ্রস্ত হয়ে যায়।’
Comment here