ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, রেকর্ড রোগী হাসপাতালে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, রেকর্ড রোগী হাসপাতালে

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ১৬২৩ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৯৪৭ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ১ হাজার ১৬৮ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৪৫৫ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ২৩৮ জন ঢাকার এবং ১ হাজার ৭০৯ জন ঢাকার বাইরে।

Comment here