ঢাকার তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঢাকার তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি

ঢাকার তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ রবিবার বেলা ৩টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে, যা গতকাল ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে আজ বেলা ৩টা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা বিভাগসহ দেশের বেশকিছু অঞ্চলে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে রাতে রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ঢাকায় দিনের তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে আগামীকাল সোমবার সূর্য তাপ ছড়ালে তাপমাত্রা বাড়বে।

Comment here