সারাদেশ

ঢাকার পথে চীনা চিকিৎসক-নার্স-টেকনিশিয়ান

কূটনৈতিক প্রতিবেদক : নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় চীনের একটি চিকিৎসকদল, নার্স ও টেকনিশিয়ান ঢাকায় আসছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ রোববার মাহে রমজান উপলক্ষে এক বার্তায় তিনি এ তথ্য জানান।

পবিত্র ধর্মীয় মাস রমজান উপলক্ষে দেওয়া বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান লি জিমিং। এ ছাড়া শুভেচ্ছা বার্তায় সারা বিশ্বে চলমান করোনা দুর্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় চীন তার বন্ধুদেশ বাংলাদেশের পাশে রয়েছে। করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।’

লি জিমিং বলেন, ‘করোনা মোকাবিলায় চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম দল ঢাকার পথে রয়েছে। এই দলে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা রয়েছেন।’

শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রদূত জানান, এর আগে গত ২২ ফেব্রুয়ারিতে দ্রুত করোনা শনাক্ত করতে চীন সরকার বাংলাদেশকে ৫০০ কিট দিয়েছিল। ওই সময় থেকে চীনের সরকারসহ বিভিন্ন পর্যায়ের সংস্থা এবং সামাজিক সংগঠন বাংলাদেশকে করোনা মোকাবিলায় সহযোগিতা করে আসছে। চীনের জ্যাক মা এবং আলি বাবা ফাউন্ডেশন এরই মধ্যে এই সংকট মোকাবিলায় প্রচুর পরিমাণে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে। এ ছাড়া এই দুর্যোগে বাংলাদেশের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চীন ত্রাণ সহায়তা পাঠিয়েছে বলেও জানান তিনি।

Comment here

Facebook Share