নিজস্ব প্রতিবেদক : দিন দিন দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ১৪ এপ্রিলের তথ্যমতে, দেশে একদিনে সর্বাধিক করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২০৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। এ নিয়ে সর্বমোট মারা গেছেন ৪৬ জন এবং সংক্রমিত হয়েছেন ১০১২ জন।
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে রাজধানী ঢাকায়। ১০১২ জনের মধ্যে ঢাকা শহরে ৪৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
ঢাকার যেসব এলাকায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস
Comment here