সারাদেশ

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক :রেলস্টেশন থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ রুটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। এর আগে, স্টেশনে বন্যার পানি ওঠায় রেল যোগাযোগ বন্ধ রাখা হয়।

স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান মিজান বলেন, রোববার দুপুর ২টায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেন সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে প্রবেশ করে। ট্রেনটি বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, এখন রেলস্টেশনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। জেনারেটর দিয়ে কার্যক্রম আপাতত চালানো হচ্ছে।

এরআগে, গত শুক্রবার বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

Comment here

Facebook Share