সারাদেশ

ঢাকায় ট্রেনে কাটা পড়ে নারী-পুরুষের মৃত্যু

ঢামেক প্রতিবেদক : রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহত পুরুষের নাম সাইদুল ইসলাম (৩৫)। তিনি বড়গুনা সদর উপজেলার আন্দার মানিক গ্রামের জালাল হাওলাদারের ছেলে সাইদুল। পেশায় রিকশাচালক সাইদুল মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন। এদিকে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাকলাইন বলেন, ‘নিহত দুজনের মধ্যে পুরুষের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

Comment here

Facebook Share