ঢাকা ছাড়লেন আরও ৩২২ মার্কিন নাগরিক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

ঢাকা ছাড়লেন আরও ৩২২ মার্কিন নাগরিক

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির মধ্যে ৩২২ জন মার্কিন নাগরিককে নিয়ে ঢাকা ছেড়েছে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট। আজ রোববার বিকেল ৫টা ২২ মিনিটে ঢাকা ছাড়ে এ বিশেষ ফ্লাইটটি।

জানা গেছে, মার্কিন নাগরিকবাহী কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহায় যাবে। সেখানে কিছুক্ষণ বিরতি দিয়ে  ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাত্রা করবে। আজকের ফ্লাইটে পোষা দুটি কুকুর ও একটি বিড়ালও গেছে বলে জানা গেছে।

কাতার এয়ারওয়েজর আজকের ফ্লাইটটি মার্কিন নাগরিকদের দ্বিতীয় বিশেষ ফ্লাইট। এর আগে গত সোমবার প্রথম ফ্লাইটে ২৬৯ জন মার্কিন নাগরিক বাংলাদেশ ছেড়েছেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেছেন, যারা স্বেচ্ছায় ফিরতে চাচ্ছেন তাদের তারা সহযোগিতা দিচ্ছেন।

মার্কিনিরা ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরাও বাংলাদেশ ছাড়ছেন। গত ২৪ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২৩০ জন বাংলাদেশ ত্যাগ করেন। গত ২৫ মার্চ ড্রুক এয়ারের দু’টি ফ্লাইটে ভুটানের ১২৪ নাগরিক বাংলাদেশ ছেড়ে গেছেন। আর গত বৃহস্পতিবার বিশেষ এক ফ্লাইটে ৩২৭ জন জাপানি বাংলাদেশ থেকে নিজ দেশে গেছেন।

Comment here