সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাতে যানবাহনের ধীরগতি, সকালে স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি : ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাতে ধীরগতি থাকলেও সকালে স্বাভাবিক থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়ে।

আজ বৃহস্পতিবার ঘরমুখো মানুষের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। সকালে মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গাসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

পুলিশ জানায়, রাতে অতিরিক্ত যানবাহনের চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মাঝেমধ্যে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে সকালে যান চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল।

ঢাকা থেকে আসা এসআই পরিবহনের বাস চালক আবুল সরকার জানান, বর্তমানে রাস্তা স্বাভাবিক রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতোয়ার রহমান বলেন, রাতে উত্তরবঙ্গ থেকে অনেক গাড়ি ঢাকায় গেছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে ধীরগতি ছিলো।

 

Comment here

Facebook Share